বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

​আগৈলঝাড়ায় বিশ বছরেই ব্রিজের ঢালাই খসে রডের খাঁচা উন্মুক্ত

বরিশাল অফিস
  ১১ মে ২০২১, ২০:৩৪

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রথখোলা-তালের বাজার সড়কের ব্রিজের মধ্যকার ঢালাই খসে রড বের হয়ে যাবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ব্রিজে তৈরি হওয়া একাধিক গর্তে কাঠ দিয়ে ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে পারাপার হতে হচ্ছে। ফলে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষার্থীসহ এলাকার লোকজন। তারপরও ব্রিজ সংস্কারে এলজিইডির কোনো মাথাব্যথা নেই বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের রথখোলা-তালের বাজার সড়কের ভদ্রপাড়ার ওয়াপদা খালের ওপর প্রায় ২০ বছর আগে একটি ঢালাই ব্রিজ নির্মাণ করা হয়েছিল। ব্রিজ নির্মাণের সময় নিম্নমানের মালামাল ব্যবহার করায় ৪-৫ বছর আগেই ওই ব্রিজটির বিভিন্ন অংশ ভেঙে রড বের হয়ে গর্তের সৃষ্টি হয়। গর্তগুলোর কারণে ওই ব্রিজ দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। গর্তের উপর কাঠ দিয়ে মোরটসাইকেল, ভ্যান ও ইজিবাইক চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। তাছাড়া ব্রিজটির একধারের রেলিংও ভেঙে পড়ে গেছে। ব্রিজটি দিয়ে প্রতিদিন স্কুল, কলেজের শিক্ষার্থীসহ কয়েক হাজার লোকজন চলাচল করে। উপজেলা এলজিইডি বিভাগের এই ব্রিজের সংস্কারের ব্যাপারে কোনো পদক্ষেপ নেই বলে জানান স্থানীয়রা।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন বলেন, ওই স্থানের ব্রিজের ব্যাপারে আমাদের প্রকল্প দেওয়া আছে। প্রকল্প অনুমোদন হলেই ব্রিজের নির্মাণের টেন্ডার আহ্বান করা হবে।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে