​বরিশালে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশ | ১১ মে ২০২১, ২১:০৫

বরিশাল অফিস

 

বরিশালে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বরিশাল খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে এর উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বরিশালেও শুরু হয়েছে বোরো ধান সংগ্রহ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার। উদ্বোধন অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে খাদ্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছর সাড়ে ১৬ লাখ টন ধান ও চাল সংগ্রহ সফল করতে ১৩টি নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে খাদ্য মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় বরিশালে বোরো মৌসুমের ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে।

 

যাযাদি/ এস