​সরাইলে ড্যান্ডি সেবন করে যুবকের মৃত্যু

প্রকাশ | ০৯ জুন ২০২১, ১৮:৪৮

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

 

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্যান্ডি (জুতায় লাগানো আঠা) সেবন করে সুমন মিয়া-(২২) নামে যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার অরুয়াইল-চাতলপাড় সড়কের শোলকান্দি ব্রীজের নীচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সুমন মিয়া উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের নাসির মিয়ার ছেলে।

 

স্থানীয়রা জানায়, সুমন মিয়া মাদকাসক্ত ছিলো। সে জুতায় লাগানোর আঠা (ড্যান্ডি) নেশা হিসেবে সেবন করতো।  নেশার টাকার জন্য সে প্রায়ই মা-বাবাকে নির্যাতন করতো। সুমনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে লিখিত আবেদন করেছিলেন সুমনের পিতা নাসির মিয়া।

 

বুধবার সকালে শোলকান্দি ব্রীজের নীচ থেকে সুমনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।

 

এ ব্যাপারে সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, লাশের পাশে জুতা লাগানোর আঠার (ড্যান্ডি) কৌটা পাওয়া গেছে।  তিনি বলেন, স্থানীয়রা জানিয়েছেন ওই যুবক ড্যান্ডি সেবন করে নেশায় আসক্ত ছিল। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে, ড্যান্ডি সেবনে তার মৃত্যু হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

যাযাদি/এস