​শ্যামনগরে অবৈধ ইটের পাজায় অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশ | ০৯ জুন ২০২১, ২১:০২

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুধবার দুপুরে অবৈধ ইটের পাজায়  ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পোড়ানোর অপেক্ষায় থাকা প্রায় এক লক্ষ ইট ফায়ার সার্ভিস সদস্যবৃন্দ ধ্বংস করে ফেলেন।

 

ঘটনাটি ঘটেছে উপজেলার ভূরুলিয়া ইউপির সিরাজপুর দীঘির পাড় এলাকায়। ভ্রাম্যমান আদালতে জরিমানা কৃত ইট পাজার মালিক হলেন একই গ্রামের আবুল কাশেম গাজীর ছেলে আইয়ুব আলী।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো

ঃ শহিদুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর থানা পুলিশের সহকারী পরিদর্শক মনির হোসেন, কালিগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের সদস্যবৃন্দ প্রমুখ।

 

উপজেলা সহকারী কমিশনার ভূমি জানান, পরিবশে অধিদপ্তরের অনুমতি ছাড়া অবৈধ ভাবে ইট পোড়ানোর অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।  ভ্রাম্যমান আদালতে ইট পাজা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ সময় প্রস্ততকৃত সকল ইট ফায়ার সার্ভিস সদস্যবৃন্দ ধ্বংস করে দেন।

 

যাযাদি/এস