ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে ১৮ কি‌মি যানজট

প্রকাশ | ১১ জুন ২০২১, ১৪:৩৭

কালিহাতী প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের পৌলী  থেকে সেতু পূর্ব পর্যন্ত ১৮ কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের চাপ বাড়ায় রাতে  সেতু‌তে টোল আদায় বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়। ফ‌লে রাত থে‌কে ভোগা‌ন্তি‌তে পড়ে‌ছেন অসংখ্য যাত্রী ও চালকরা। এ ছাড়া ঢাকামু‌খী কাঁচামাল বহনকারী পরিবহনগুলোও পড়েছে বিপাকে।

 

আজ শুক্রবার সকাল ১১ টায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ডে সরেজমিনে দেখা যায় উত্তরবঙ্গগামী লেনে সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে আছে। একটার পেছনে আরেকটি লেগে আছে। বাসে যাত্রীরা দীর্ঘ সময় বসে থাকতে থাকতে হাঁপিয়ে উঠছেন।

 

এদিকে মহাসড়কে যানজট থাকায় অনেক যানবাহন আঞ্চলিক সড়ক ব্যবহার করে চলাফেরা করছে। এতে এলেঙ্গা ভূঞাপুর সড়কের মোড়ে যানজট লেগেছে।  এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, সিরাজগঞ্জ অংশে মহাসড়‌কে যানজটের কারণে টোল আদায় দুই দফা আধা ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল। এ ছাড়া সোমবার সন্ধ্যা থেকে বৃষ্টির কারণে মহাসড়‌কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় থেমে থেমে গাড়ি চলাচল করছে। মহাসড়কে পুলিশ কাজ করছে। আস্তে আস্তে যান চলাচল স্বাভাবিক হবে।

 

যাযাদি/এসএইচ