​ নেত্রকোনায় উপহারের ১২টি ঘর পরিদর্শন করলেন ডিসি

প্রকাশ | ১১ জুন ২০২১, ১৬:০৯

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

 

নেত্রকোনা সদর উপজেলার সিংহেরবাংলা ইউনিয়নের কান্দুলিয়া মৌজায় মুজিববর্ষ উপলক্ষে ২য় পর্যায়ের উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভুমিহীন ও গৃহহীনদের জন্য ১২টি বাড়ি নির্মাণ করা হচ্ছে। শুক্রবার সকাল ৯টায় প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।

 

পরিদর্শনকালে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান ভিত্তিপ্রস্তর সঠিকীকরণ, সিমেন্ট-বালির অনুপাত ঠিক রাখাসহ নানান দিকনির্দেশনা প্রদান করেন।

 

এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সেলিম মিঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, সিংহের বাংলা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম প্রমুখ। 

 

যাযাদি/ এমডি