​ ২৮ কেজি ওজনের বাগাইড় মাছ ৪২ হাজার টাকায় বিক্রি

প্রকাশ | ১১ জুন ২০২১, ১৭:৩২

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

 

পদ্মা নদীতে জেলের জালে আটক একটি বাঘাইর মাছ ৪২ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটির ওজন ২৮ কেজি। আজ শুক্রবার  সকালে রাজবাড়ীর ধাওয়াপাড়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

 

খবর পেয়ে গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী শাহজাহান সেক ধাওয়াপাড়া গিয়ে মাছটি ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৩৩ হাজার ৬০০ টাকায় কিনে আনেন। এ সময় মাছটি এক নজর দেখতে স্থানীয় জনতা ভীড় করেন।

 

মাছ ব্যবসায়ী শাহজাহান সেক জানান, মাছটি তিনি উম্মুক্ত নিলামের মাধ্যমে  ১ হাজার ২০০ টাকা কেজি দরে কিনে আনেন।

পরে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে ফরিদপুরের হাজীঞ্জ এলাকার এক সৌখিন ক্রেতার কাছে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৪২ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।এতে তার ভালোই লাভ হয়েছে।

 

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, পদ্মা নদীর পানি কমে এবং নদীতে অসংখ্য চর পড়ে নদী সংকুচিত হয়ে যাওয়ায় এ বছর প্রচুর পরিমানে বড় বড় বাগাইড়, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাস সহ নানান  মাছ ধরা পড়ছে। অভয়ারণ্য তৈরি করে বড় মাছগুলো সংরক্ষণ করা গেলে তারা বংশ বিস্তার করে নদীতে মাছের আরো বেশি বংশ বিস্তার করতে পারতো। তবে এ ধরনের বড় সাইজের মাছ পেয়ে জেলেরা খুব খুশি। এর মাধ্যমে তাদের আর্থিক দৈন্যতা দূর হয়।

 

যাযাদি/ এমডি