বরুড়ায় বীর মুক্তিযোদ্বা আলোকিত পরিবার ও কবিদের সন্মাননা

প্রকাশ | ১১ জুন ২০২১, ২২:০৩

বরুড়া প্রতিনিধি

কুমিল্লার বরুড়া উপজেলায় শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে ওরাই আপনজন সংগঠনের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১৬১ জনকে সন্মাননা দেয়া হয়।

 

বীর মুক্তিযোদ্বা ৭০ জন, বরুড়া গ্রামের ডাক্তার কৃতি সন্তান ৩২ জন । ১২ জন ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার ১১ জন, মানবিক ডাক্তার ৫ জন, বরুড়া উপজেলার ৫ জন কবি সোহেল রানা, সবুজ হোসেন, জামাল হোসেন শাহজী, জহিরুল ইসলাম ও সেন্টু রঞ্জন চক্রবর্তী, মরোনোত্তর বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব ক্বারী আবদুল গফুর, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী নোয়াব আলী ও অন্যান্য বিষয় প্রভাষক, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সহ ২৪ জন মোট ১৬১ জনকে সন্মাননা দেয়া হয়।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক ও সেতু মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মনিন্দ্র কিশোর মজুমদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভুমি মীর রাশেদুজ্জামান রাশেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান এস আই বিশ্বজিৎ।

 

ওরাই আপনজন সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তার, এডভোকেট মোস্তাফিজুর রহমান (বাবুল), ডাঃ ফরিদ উদ্দিন, খোশবাস বার্তার সম্পাদক মোঃ ইউনুছ প্রমুখ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষানবিশ আইনজীবী, নারী অধিকার ফোরামের সভাপতি শাকিলা জামান ও ওরাই আপনজন সংগঠনের সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ জামাল হোসেন।

 

যাযাদি/ এমডি