পোরশায় মুক্তিযোদ্ধা দেলশাদকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন

প্রকাশ | ১৩ জুন ২০২১, ১১:৩৪

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পোরশায় মুক্তিযোদ্ধা দেলশাদ আলীকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে তাকে স্থানীয় কবর স্থানে  রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়।

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি বেগুনবাড়ি গ্রামের বাসিন্দা দেলশাদ প্রায় ৪০বছর থেকে বিবাহ সূত্রে বালা শহীদ গ্রামের বদু শেখের বাড়িতে বসবাস করে আসছিলেন। তিনি হৃদরোগে ভুগছিলেন। শনিবার তার অসুস্থ্যতা বেড়েগেলে পরিবারের লোকজন চিকিৎসার উদ্যেশে রাজশাহী নিয়ে গেলে বেলা ২টায় সেখানেই তার মৃতু হয়।

বিষয়টি নিশ্চিত করে পোরশা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা জানান, দেলশাদ একজন তালিকা ভুক্ত বীরমুক্তিযোদ্ধা নিশ্চিত হয়ে তাকে  রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে। এর পূর্বে তিনি গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিষয়টি পত্র মারফত নিশ্চিত হয়েছেন বলেও জানান। দাফনের সময় ইউএনও নাজমুল হামিদ রেজা, থানা সেকেন্ড অফিসার আব্দুল বারি সহ স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।

 

যাযাদি/ এমডি