বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি
  ১৪ জুন ২০২১, ১৯:৩৭

গোপালগঞ্জে বাংলাদেশে পারস্পরিক শিখন (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন গোপালগঞ্জ ও সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের সহযোগিতায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এ কর্মশালার আয়োজন করে।

সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলাতানা। প্রকল্প পরিচালক মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফুল ইসলাম, প্রকল্প উপ-পরিচালক মনিকা মিত্র, গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হকসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় বাংলাদেশে শিখন কর্মসূচি প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের গুরুত্ব ও উদ্দেশ্য তুলে ধরা হয়। এছাড়া স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের মান বৃদ্ধি, নতুনত্ব আনয়ন ও তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সার্বিকভাবে সহযোগিতার আহ্বান জাননো হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে