বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সকলকেই কাজ করতে হবে : কাজি মো. আবদুর রহমান

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ১৪ জুন ২০২১, ২০:০২

নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে সকলকেই কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠন করা সম্ভব হবে। আজকের ক্ষুদ্রে ফুটবলাররা আমাদের আগামীর ভবিষ্যত। তিনি আরো বলেন, সুস্থ্য দেহে সুন্দর মন। তরুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিভিন্ন খেলাধুলার ইভেন্টের সাথে সকলের সম্পৃক্ততা আরো বৃদ্ধি করতে হবে।

জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিকেলে শহরের সাতপাই স্টেডিয়াম মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্টে সমাপনী ও পুরস্কার বিতরনীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনির সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. সাইদুর রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজি সুমান্না আক্তার, সহ-সভাপতি ঝুমা আকবর, সাধারন সম্পাদক কামরুন্নেছা আশরাফ দীনা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার। এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ( নেজারত ডেপুটি কালেক্টর) মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সেলিম মিঞা, পৌর সচিব মোহাম্মদ ফারুক ওয়াহিদ, প্যানেল মেয়র-১ এস.এম মহসিন আলম, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন শেখ, ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন সরকার, শামীম রেজা সরল খান প্রমুখ। ফাইনাল খেলায় নেত্রকোনা পৌরসভা একাদশ ২-০ গোলের ব্যবধানে নেত্রকোনা সদর উপজেলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে। আলোচনা শেষে টুনামের্ন্টের খেলোয়ারদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরন করেন।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে