নবাবগঞ্জে বিশ্ব রক্তদাতা দিবস পালিত

প্রকাশ | ১৪ জুন ২০২১, ২০:২৫

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

‘মানবতার হাত বাড়িয়ে করব রক্তদান, নিজের রক্ত অন্যের শিরায় বাঁচবে শত প্রাণ’এই স্লোগান ধারণ করে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের শোল্লা ব্লাড পয়েন্টে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

 

সোমবার সকাল ১০টায় শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ থেকে শুরু করে শোল্লা বাজার পর্যন্ত র‌্যালি করা হয়। র‌্যালি শেষে বিদ্যালয়ের ক্যাম্পাসে জনসচেতনতামূলক  রক্তদানে উৎসাহিত করার জন্য সভা করা হয়।

 

শোল্লা ব্লাড পয়েন্টের মুখপাত্র মো. হূমায়ন কবিরের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান তুহিনুর রহমান (তুহিন), কৈলাইল টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন খাঁনসহ ব্লাড পয়েন্টের সদস্যরা।

 

যাযাদি/ এস