মোরেলগঞ্জে ভুমিহীন ও গৃহহীন ২৫পরিবার পেল আশ্রয়স্থল

প্রকাশ | ২১ জুন ২০২১, ১৯:৩১ | আপডেট: ২১ জুন ২০২১, ২০:৪৮

মোরেলগঞ্জ

 

বাগেরহাটের মোরেলগঞ্জে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন ২৫ পরিবার মাথা গোঁজার ঠাই হিসেবে পেল জমি ও গৃহ। রবিবার  প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২য় পর্যায়ে ভিডিও কনফারেন্সে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের শুভ উদ্ধোধনের মাধ্যমে তাদের মালিকানা হস্তান্তর করা হয়েছে।

 

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত জমি ও গৃহ মালিকানা হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, সিনিয়র উপজেলা মৎম্য অফিসার বিনয় কুমার রায় , উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার সিফাত আল মারুফ , মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এইচএম মইনুল ইসলাম প্রমুখ।

 

উপজেলা নির্বাহী অফিসার উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন ,২য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ২৫ পরিবার সহ মোট ৩১ টি পরিবার মাথা গোঁজার ঠাই পেল। মোরেলগঞ্জ ১৬ ইউনিয়নে ১৬১ পরিবার  প্রধানমন্ত্রীর দেয়া ভুমি ও গৃহ পাবেন।

 

যাযাদি/ এস