শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে ধানের চারা রোপন যন্ত্র (রাইস ট্রান্সপ্লান্টার) বিতরণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  ২১ জুন ২০২১, ১৯:৩৫

কৃষিকে আধুনিকায়ন করার লক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় ১৮টি ধানের চারা রোপন যন্ত্র (রাইস ট্রান্সপ্লান্টার) গ্রুপভুক্ত কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কৃষিযন্ত্র বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে কৃষিযন্ত্র রাইস ট্রান্সপ্লান্টার বিতরণকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা দেন উপজেলা কৃষি কর্মকর্ত সৈয়দ-রেজা-ই-মাহমুদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ফজলুল করীম, মাধ্যমিক শিক্ষা অফিসার মুঃ মাহমুদ হোসেন মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা খাদেমুল ইসলাম ও সুন্দরগঞ্জ প্রেক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে