বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে একদিনে করোনায় আক্রান্ত ১৭৯, মৃত্যু ২

ঝিনাইদহ প্রতিনিধি
  ২৫ জুন ২০২১, ১৭:২৩

ঝিনাইদহে আগের সব রেকর্ড ভেঙে করোনায় নতুন করে ২৪ ঘণ্টায় ১৭৯ জন করোনা আক্রান্ত হয়েছে। আর এ সময়ে মারা গেছে দুইজন। ঝিনাইদহে এটিই একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩ হাজার ৮৯০ জনে। আর মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৮০ জনে।

নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে, ঝিনাইদহ সদরে ৮২, শৈলকুপায় ২১, হরিণাকুন্ডুতে ২৮, কালীগঞ্জে ৩১, কোটচাঁদপুরে আট এবং মহেশপুরে নয়জন। আক্রান্তের হার ৬১ শতাংশ।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ জানান, হাসপাতালে প্রতিদিন নতুন নতুন করোনায় আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। এমন পরিস্থিতিতে দেখা দিয়েছে চিকিৎসক সঙ্কট।

তিনি আরও জানান, প্রতিদিন করোনায় আক্রান্ত আগের সব রেকর্ড ভাঙছে কিন্তু এখনও মানুষ সচেতন হচ্ছে না। এভাবে চলতে থাকলে করোনার ভয়াবহ অবস্থা তৈরি হতে পারে।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, শুক্রবার সকালে কুষ্টিয়া ও যশোর ল্যাব থেকে আসা ২৯৩ টি নমুনার ফলাফল থেকে ১৭৯ জন নতুন আক্রান্ত হয়েছেন। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে দুইজন।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে