হিরো আলম দাম ১২ লাখ

প্রকাশ | ১২ জুলাই ২০২১, ২১:৩৭

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

এ বছর  কোরবানির হাটে উঠবে  হিরো আলম  নামে একটি কোরবানির পশু। ঈদুল আযহা বা  কেরাবানির  ঈদকে সামনে রেখে  প্রতি বছর শখের বসে  খামারিরা বিভিন্ন নামে কোরবানির  পশু পালন করেন । সামাজিক যোগাযোগ মাধ্যম  সহ  অভিনয় জগতে  অল্প দিনেই পরিচিতি লাভ করেন হিরো আলম নামের  একজন ব্যাক্তি ।  আলোচিত এ  ব্যাক্তির নামে  নামকরন করে এবার হিরো আলম নামের আকর্ষণীয়   একটি ষাঁড় পালন করেন  টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বটতলা গ্রামের প্রবাসী কামরুজ্জামনের স্ত্রী জয়নব বেগম ।  হিরো আলম নামের আকর্ষণীয় বেশ বড় আকৃতির ষাঁড়টি  দেখতে জয়নব বেগমরে বাড়িতে ভীড় করছেন অনেকেই ।

 

জানা গেছে,  ফ্রিজিয়ান জাতের ওই ষাঁড়টির ওজন প্রায় ৩১ মন হবে বলে ধারণা করা হচ্ছে। হিরো আলম নামের ষাঁটির  বয়স ৪ বছর । এছাড়া  লম্বায় সাড়ে ৮ ফুট, এবং  উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি । ষাঁড়টির  দাম হাঁকা হচ্ছে  ১২ লাখ টাকা । হিরো আলম নামের  ষাঁড়টিকে  বিক্রির জন্য  ঢাকা গাবতলীর হাটে উঠানো হবে ।

 

খামারি জয়নব বেগম জানান, ্ প্রতি কোরবানির ঈদেই বিক্রির জন্য ষাঁড় পালন করেন  তিনি। তার খামারে  এবছরেও ৩টি ষাঁড় পোষেছেন তিনি।  এদের মধ্যে বেশ বড় আকৃতির ষাড়টির নাম রেখেছেন হিরো আলম । প্রায় দেড় বছর আগে পাবনা জেলা থেকে সাড়ে তিন লাখ টাকা মূল্যে  ফ্রিজিয়ান জাতের  ওই ষাঁড়টি ক্রয় করেন । এরপর আলোচিত হিরো আলমের নামে নামকরন করেন ষাড়টির । বেশ বড় আকৃতি এবং  হিরো আলম নামকরন করায় ষাঁড়টি এলাকায় বেশ সাড়া জাগিয়েছে ।

 

 দেলদুয়ার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এনায়েত করিম জানান, হিরো আলম নামের ষাঁড়টি উপজেলার মধ্যে  সব চেয়ে বড় আকৃতির । ষাঁড়টিকে প্রাকৃতিক খাবার খাইয়ে লালন পালন করেছেন জয়নব বেগম ।

 

যাযাদি/এস