সখীপুরে পুড়িয়ে ফেলা হলো নিষিদ্ধ চায়না জাল

প্রকাশ | ১৩ জুলাই ২০২১, ১৬:৪৯

সখীপুর প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে বেড়বাড়ি নামা এলাকায় সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত ৩০ টি চাইনিজ জাল আটকের পর পুড়িয়ে ফেলা হয়েছে।

 

মঙ্গলবার  (১৩ জুলাই) সকালে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভার নেতত্বে বেড়বাড়ি এলাকায় অভিযান চালিয়ে জালগুলি জব্দ করা হয়। জব্দকৃত জালের মূল্য প্রায় দেড় লাখ টাকা ।

 

উপজেলার মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা  বলেন, চায়না জাল ব্যবহার সরকার নিষিদ্ধ করেছে ।নিয়মিত অভিযানেই জালগুলি জব্দ করা হয়। প্রকৃত মালিক পাওয়া যায়নি, তবে জালগুলি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

 

যাযাদি/এস