বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সখীপুর হাসপাতালে আইএসবি ফাউন্ডেশনের উপহার অক্সিজেন জেনারটর

সখীপুর প্রতিনিধি :
  ১৩ জুলাই ২০২১, ২০:৫৩

করোনাকালে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবতার উপহার হিসেবে “অক্সিজেন জেনারেটর” দিয়েছেন আই এস বি ফাউন্ডেশন। সাধারণত করোনা রোগীদের অক্সিজেন সাপোর্ট দিতে এ অক্সিজেন জেনারেটর ব্যবহার করা হয়। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. আবদুস সোবহানের কাছে হস্তান্তর করা হয়। এ সময় অন‍্যানেদের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র কনসালট্যান্ট ডা. শাহীনুর আলম, আর এম ও ডা. নাজমুল হাসান মাসুদ খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, ডা. মঞ্জুরুল ইসলাম, ডা. ফারদীন রোবায়েৎ, ডা. আজিমউদ্দিন আশিক,এসএসিএমও মো. ফরিদ হোসাইন, ফাউন্ডেশনের পক্ষে ফাউন্ডেশনের চেয়ারম্যান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ বিপ্লব, ডা. সাকের আহমেদ, ডা. মুশফিকুর রহমান প্রিতম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নাইমুল হাসান লিটন প্রমুখ ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. আবদুস সোবহান বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর ভয়াবহতায় সারাদেশে বিপর্যয়। করোনা রোগীর সাধারণ চিকিৎসার পাশাপাশি অক্সিজেন প্রয়োজন বেশি গুরুত্বপূর্ণ। কারণ অক্সিজেনের সংকট হয়। এ সময়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবতার উপহার “অক্সিজেন জেনারেটর” পৌঁছে দিয়েছেন আই এস বি ফাউন্ডেশন। ধন‍্যবাদ আইএসবি ফাউন্ডেশনকে। এখন থেকে করোনা রোগীদের অক্সিজেনের পর্যাপ্ত সাপোর্ট দিতে পারবো আশা করি।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে