শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাল্কহেডের ধাক্কায় পদ্মায় গরু বোঝাই ট্রলার ডুবি

টংগিবাড়ী/লৌহজং প্রতিনিধি
  ১৬ জুলাই ২০২১, ২১:৩৫
আপডেট  : ১৬ জুলাই ২০২১, ২১:৪৪

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শামুরবাড়ী এলাকায় (১৬ জুলাই) শুক্রবার ৩১টি গরু নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। পরে এলাকাবাসীর সহায়তায় ২৪টি গরু জীবিত ও ১টি গরু মৃত অবস্থায় উদ্বার করা হয়। বাকী ৬টি গরু নিখোঁজ রয়েছে।

লৌহজং থানার এস আই রাসেল মিয়া জানান, সিরাজগঞ্জ জেলা থেকে গরু ভর্তি একটি ট্রলার লৌহজং উপজেলার পদ্মা হয়ে নারায়গঞ্জ যাচ্ছিল পথিমধ্যে লৌহজং উপজেলার শামুরবাড়ী এলাকায় পৌছালে বালু ভর্তি একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। বাল্কহেডটি আটক করা হয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি এখনো উদ্ধার করা যায়নি।

তিনি বলেন, ট্রলারে থাকা ২৪টি গরু জীবিত উদ্বার করা হয়েছে। একটি গরু মৃত অবস্থায় পাওয়া যায়। বাকী ৬টি গরু ডুবে যাওয়া ট্রলারের সাথে বাঁধা ছিল।

যাযাদি/এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে