বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নাচোলে জেলেদের মাঝে ভ্যানগাড়ি ও সেচ পাম্প বিতরণ

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  ১৯ জুলাই ২০২১, ১৮:২১

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় জেলেদের বিকল্প কর্মসূচির আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে ৮টি ভ্যানগাড়ি ও ৭টি সেচ পাম্প বিতরণ করা হয়েছে।

"নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ" এ শ্লোগানকে সামনে রেখে নাচোল সিনিয়র উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সোমবার ১৯ জুলাই নিবন্ধিত জেলেদের মাঝে ভ্যানগাড়িসহ সেচ পাম্প তুলে দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা ।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম, চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড.আমিনুল এহসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলী হোসেন শামীম, ফতেপুর ইউপি চেয়ারম্যান সাদির আহমেদ ভুলু, কসবা ইউপি চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমান, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক ও নাচোল ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সালাম।

জেলা মৎস্য কর্মকর্তা ড.আমিনুল এহসান জানান, ২০২০-২১ অর্থ বছরে রাজশাহী বিভাগের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প আয় বর্ধক কর্মসূচির মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন হয় সে চেষ্টা আমরা করে যাচ্ছি।

তিনি আরও জানান, নাচোল উপজেলায় নিবন্ধিত জেলে রয়েছে ৭৫২ জন পর্যায়ক্রমে সকলকে এ কর্মসূচির আওতায় আনা হবে।

যাযাদি/এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে