​হবিগঞ্জে র‌্যাবের ভূয়া অফিসার আটক

প্রকাশ | ১৯ জুলাই ২০২১, ১৯:৩৩

হবিগঞ্জ প্রতিনিধি

 

 

হবিগঞ্জে র‌্যাবের অফিসার পরিচয়দানকারী ভূয়া অফিসারকে আটক করা হয়েছে। তার নাম শেখ কামাল হোসাইন (৪২)।

 

কামাল চুনারুঘাট উপজেলার আমতলী গ্রামের আনোয়ার হেসেনের ছেলে। সোমবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।

 

তিনি জানান, কামাল হোসেন তার এলাকায় নিজেকে র‌্যাব কর্মকর্তা হিসেবে প্রচার করছিলেন। মামলার আসামিদের খুঁজে বের করে মামলা থেকে বাঁচিয়ে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন তিনি। এমনভাবে শতাধিক মানুষের সঙ্গে প্রতারণা করেছেন শেখ কামাল। বেশ কিছুদিন পূর্বে তার প্রতারণার ব্যাপারে জানতে পেরে র‌্যাব-হবিগঞ্জ ক্যাম্প তাকে নজরদারীতে রাখছিল। রোববার র‌্যাবের একজন সদস্য নিজেকে আসামি হিসেবে পরিচয় দেন এবং মামলা থেকে বাঁচতে কামালের কাছে গেলে কামাল টাকার জন্য দর-কষাকষি করে কামাল। তখনই তাকে হাতে-নাতে আটক করা হয়।

 

তিনি আরও জানান, শেখ কামাল হোসেনের বাসা থেকে র‌্যাবের পোশাক পড়া অবস্থায় ফ্রেমে বাঁধানো তিনটি ছবি, এক সেট র‌্যাবের পোশাক ও নগদ ১৯ হাজার টাকা জব্দ করা হয়েছে। এবিষয়ে মামলা দিয়ে তাকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়েছে।

 

যাযাদি/এমডি