বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

​ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত ট্রাক্টর

ঠাকুরগাঁও প্রতিনিধি
  ১৯ জুলাই ২০২১, ২১:০৫

ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় একটি ট্রাক্টর দুই খণ্ড হয়ে ডোবায় পড়েছে। তবে এ দুর্ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি বলে জানান ঠাকুরগাঁও রোড স্টেশনের স্টেশন মাস্টার আকতার হোসেন।

তিনি জানান, সোমবার দুপুরের দিকে উপজেলার চিলারং ইউনিয়নের আখানগর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ওসি তানভিরুল ইসলাম প্রত্যক্ষদর্শীর বরাতে বলেন, বালুভর্তি একটি ট্রাক্টর আখানগর রেলক্রসিং পার হওয়ার সময় চাকা আটকে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস তাকে ধাক্কা দেয়। ট্রাক্টরটি দ্বিখণ্ডিত হয়ে রেললাইনের দুই পাশে ছড়িয়ে পড়ে। তাছাড়া একটি অংশ ডোবায় পড়ে। এতে ট্রেনেরও সামান্য ক্ষতি হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রায় ১০ মিনিট দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি গন্তব্যস্থলে চলে যায়। দুর্ঘটনায় পড়া ক্ষতিগ্রস্ত ট্রাক্টরটি পুলিশ থানায় নিয়ে গেছে।

চিলারং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, ট্রেন আসার আগেই ট্রাক্টরের চালক ও সহকারী নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি।

যাযাদি/এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে