শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে লকডাউন অমান্য করায় জরিমানা

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
  ২৩ জুলাই ২০২১, ২১:৪৪

লকডাউন অমান্য করায় গাজীপুরের শ্রীপুরের সদর ও মাওনা চৌরাস্তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বেশকিছু দোকানপাট ও খাবার হোটেল মালিককে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল কুমার হালদার । তাকে সহযোগিতা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আদালত সূত্র জানায়, বিকেলের দিকে শ্রীপুর মধ্য বাজারে মুদী দোকান খোলা রেখে মালামাল বিক্রি করায় আল আমিন নামে এক ব্যবসায়ীকে ৭০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত । এর আগে, দুপুরের দিকে পৌর এলাকার মাওনা ও কেওয়া বাজারে বেশ কিছু দোকান এবং হোটেল খোলা রেখে কঠোর লকডাউনের বিধি নিষেধের অবমাননা করছিল। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ মামলায় ১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।

যাযাদি/এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে