শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোহরাব উদ্দিনকে পাকুন্দিয়া উপজেলা আ.লীগের আহ্বায়ক করায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন

মো. আশরাফ আলী, কিশোরগঞ্জ
  ২৪ জুলাই ২০২১, ১৮:১০

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনকে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ঘোষণা করায় নেতাকর্মীরা দফায় দফায় বিক্ষোভ মিছিল ও তাকে পদ থেকে প্রত্যাহার করার দাবিতে মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করা হয়।

শনিবার পাকুন্দিয়া জেলা পরিষদ ডাকবাংলোতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন , পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন। বক্তব্য রাখেন, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর, পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, নারান্দি ইউপি চেয়ারম্যান ভিপি শফিকুল ইসলাম শফিক, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, সুখিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম দেওয়ান প্রমুখ। বক্তাগণ অবিলম্বে আহ্বায়ক পদ থেকে তাকে বহিষ্কারের দাবি জানান। পরে তার অপসারণের দাবিতে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চিহ্নিত যুদ্ধাপরাধী সোহরাব উদ্দিনের বিরুদ্ধে মানবতাবিরোধী, স্বাধীনতাবিরোধী কর্মকান্ডের কারণে তাকে ২০১৯ সালে সংসদ নির্বাচনে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হওয়ার কারণে মনোনয়ন দেওয়া হয়নি।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে