বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সখীপুরে লকডাউনের ২য় দিন বিধিনিষেধ না মানায় ভ্রাম্যমাণে ৫৫টি মামলা

সখীপুর প্রতিনিধি
  ২৪ জুলাই ২০২১, ২১:০০

টাঙ্গাইলের সখীপুরে কঠোর লকডাউনের ২য় দিন বিধি নিষেধ না মানায় ভ্রাম্যমাণ আদালতে পথচারী, ব্যবসায়ী ও গাড়ী চালককে ৫৫ টি মামলায় ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ শনিবার (২৪ জুলাই ) উপজেলার বহেড়াতৈল পর্যটক এলাকাসহ পৌরশহরে করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ প্রতিপালনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী, সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা।

এ সময় সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে সাইদুল হক ভূইয়াসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী বলেন, কঠোর লকডাউনের বিধি নিষেধ ও আইন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে ৫৫টি মামলায় মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। লকডাউনে এ অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে