লক্ষ্মীপুরে একদিনে করোনায় সর্বোচ্চ আক্রান্ত ১৬৯, মৃত্যু ৩

প্রকাশ | ২৬ জুলাই ২০২১, ১৪:৩৬

লক্ষ্মীপুর প্রতিনিধি

 

 

 

লক্ষ্মীপুরে এক দিনে সর্বোচ্চ ১৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছে,  ৩ জন মারা গেছে। ২০২০ সালে এপ্রিল মাসে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এটাই এক দিনে সর্বোচ্চ আক্রান্ত ও মারা গেছে বলে জানায় লক্ষ্মীপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল গাফফার।

 

গতকাল ও করোনা রোগী শনাক্ত ছিলো ১০৩ জন।  লক্ষ্মীপুর জেলা এ পর্যন্ত ৪৭৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।

হাসাপাতালে করোনা রোগী ভর্তি আছে ৬৬ জন।

 

করোনায়  এ পর্যন্ত মারা গেছে ৬৯ জন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৯৮ জন। হোম আাইসোলেটেড চিকিৎসাধীন ৮৫৯ জন। হাসপাতাল আইসোলেশনে ভর্তি ৯৮ জন।

 

সিভিল সার্জন ডাঃ আব্দুল গাফফার সবাইকে স্বাস্থ্যাবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। ৩০ বছরের উর্ধ্বে সবাইকে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

 

লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ বলেন, কভিড দ্রুত বাড়ছে। সবাই যেন স্বাস্থবিধি মেনে চলে আর জনগণকে সচেতন করা, স্বাস্থ্যা কেউ যাতে ভঙ্গ না করে  সরকারের চলমান লকডাউন যথাযত ভাবে  পালন করে তার জন্য মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

 

যাযাদি/ এমডি