​ করোনাভাইরাস পরীক্ষার সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় মাঠে নেমেছে ছাত্রলীগ

প্রকাশ | ২৬ জুলাই ২০২১, ১৯:১৩

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

 

 

ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনার এন্টিজেন পরীক্ষা করতে আসা মানুষের চাপ বাড়তে থাকায় সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা শুরু হলে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সোমবার ভোর থেকে মাঠে নেমেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

সোমবার সকাল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল চত্বরে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন শুরু করে। সোমবার দুপুর পর্যন্ত ছাত্রলীগের কয়েক নেতাকর্মীকে হাসপাতাল চত্বরে এন্টিজেন টেস্ট করাতে আসা মানুষের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে লাইন করাসহ শৃঙ্খলা বজায় রাখতে কাজ করতে দেখা যায়।

 

জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালে করোনার এন্টিজেন পরীক্ষা করতে আসা মানুষের দীর্ঘ লাইনের একটি ছবি  রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ছবিতে দেখা যায় করোনাভাইরাসের এন্টিজেন পরীক্ষা করাতে আসা লোকজন গাদাগাদি করে লাইনে দাঁড়াচ্ছে।

 

এ অবস্থায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের নির্দেশে সোমবার সকাল থেকে হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা এন্টিজেন পরীক্ষা করতে আসা মানুষের সামাজিক দূরত্ব¡ বজায় রাখাসহ সরকারি নির্দেশনা মেনে করোনা পরীক্ষা করতে পারেন সেজন্য কাজ  করছেন।

 

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখে জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য।

 

তিনি বলেন, সোমবার সকাল থেকে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্বেচ্ছায় কাজ শুরু করেছে। এই ধারা অব্যাহত থাকবে।

 

যাযাদি/এস