শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লকডাউন: দোহারে ১৬ জনকে অর্থদণ্ড

দোহার (ঢাকা) প্রতিনিধি
  ২৭ জুলাই ২০২১, ১৫:৩৭

ঢাকার দোহার উপজেলায় সরকার ঘোষিত করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে ছিলেন দোহার উপজেলা প্রশাসন।

এ সময় উপজেলার জয়পাড়া বাজারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বস্ত্র বিতান খোলা রাখায় ১ ব্যবসায়ী এবং বিনা কারণে বাহিরে বের হওয়াসহ বিভিন্ন অপরাধে দোহার উপজেলার জয়পাড়া বাজার, পালামগঞ্জ, কাচারীঘাট, কার্তিকপুর, মৈনট ঘাট, বাহ্রা ঘাট, মেঘুলা, নারিশা ও বিভিন্ন পয়েন্টে ও অলিগলিতে থেকে ১৬ জনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট এএফএম ফিরোজ মাহ্মুদ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ, আনসার সদস্য, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে