মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীতকরণ করায় আনন্দ মিছিল

প্রকাশ | ২৭ জুলাই ২০২১, ১৫:৫২

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাকে উপজেলা ঘোষণা করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

মধ্যনগরবাসীর  দীর্ঘদিনের আশা সোমবার পূরণ হয়েছে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সদ্যঘোষিত মধ্যনগর মুক্তিযোদ্ধা সংসদসহ উপজেলাবাসী।

 

মধ্যনগরকে উপজেলা ঘোষণার খবরে মধ্যনগর মুক্তিযোদ্ধা সংসদের  উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টার দিকের মধ্যনগর বাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

 

আনন্দ মিছিল মধ্যনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ের এসে শেষ হয়।

 

মিছিলে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, নুরুল ইসলাম,সুধীর সরকার, গাজী আব্দুল হক, আব্দুর রহিম, আতাউর রহমান, মধ্যনগর থানা আওয়ামী লীগের সহ সভাপতি ও মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীর বিয়জ তালুকাদার প্রমুখ।

 

এ সময় মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার বলেন, আজ মধ্যনগরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। এ জন্য প্রধানমন্ত্রীসহ এ স্বপ্ন পূরণের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানাই।

 

যাযাদি/ এমডি