লক্ষ্মীপুরে করোনা টিকা দেওয়া হবে জেলা পরিষদে

প্রকাশ | ২৭ জুলাই ২০২১, ১৭:৩৬

স্টাফ রিপের্টার, লক্ষ্মীপুর

 

 

লক্ষ্মীপুর সদরে  বুধবার থেকে  করোনা টিকা দেওয়া জেলা পরিষদের হল রুমে। টিকা নিতে আসা মানুষ যাতে স্বাস্থ্যা বিধি মেনে টিকা নিতে পারে তার জন্য এ স্থান পরিবর্তন করা হয়েছে বলে জানান সিভিল সার্জন ডাঃ আব্দুল গাফফার।

 

তিনি জানান লক্ষ্মীপুর সদর হাসপতালে  এখন প্রতিদিন ৪/৫ শত মতো টিকা প্রদাব করা হয়ে থাকে।   এতে হাসপাতালের ভিতরে ভীড় লেগে থাকে। হাসপাতালের ভিতরে হাটার মতো জায়গা থাকে না। স্বাস্থ্যা বিধি মানা তো দূরের কথা।

 

জেলা পরিষদে আগামীকাল থেকে টিকা প্রদান শুরু হলে প্রতিদিন এক হাজারের অধিক টিকা দেওয়া সম্ভব হবে। এবং টিকা গ্রহনের জন্য ৮ টি স্ক্যানের মাধ্যমে বুথের সংখ্যা ও বাড়ানো হবে। টিকা নিতে আসা মানুষ যাতে কম সময়ে টিকা নিয়ে বাড়ি ফিরতে পারে।

 

যাযাদি/ এস