উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুসহ নিহত ৭

প্রকাশ | ২৭ জুলাই ২০২১, ১৭:৫০

উখিয়া (কক্সবাজার) উপজেলা প্রতিনিধি

 

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা কাম্পে পাহাড় ধসে ৬  জন সহ  ৭ জন নিহত হয়েছে। এ সময় এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত   ১০ জন ।  মঙ্গলবার (২৭ জুলাই) সকালে উখিয়ার বালুখালী ১০ নম্বর ক্যাম্পে এ দুর্ঘটনাটি ঘটে।

 

কক্সবাজারের অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার সামছু-দৌজা নয়ন পাহাড়  ধ্বসের ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন।

 

নিহতরা হলেন উখিয়ার বালুখালি ক্যাম্প-১০ এর দিল বাহার (২৬), আব্দুর রহমান (২), আয়েশা সিদ্দিকা(১), দিল বাহার (৪২) ও শফিউল আলম (৯)। এক জনের নাম  পাওয়া যায় নি । এর আগে সকালে  এক শিশুর মরদেহ  উদ্ধার  করেন আর্মড ব্যাটালিয়ন পুলিশ।

 

আহতদের মধ্যে  যাদের  নাম পাওয়া গেছে,  তারা  হলেন, নুর ফাতেমা (১৪) ও জানে আলম (৮), ছেয়দ আলম (৩২) দিদার  মিয়া (৩০)। এদের কে এএসএফ  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সোমবার বিকাল থেকে টানা বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরের ৮টি ক্যাম্পের অন্তত লক্ষাধিক বসতঘর পানির নিচে তলিয়ে গেছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে এসব বসতির রোহিঙ্গারা পানিবন্দি হয়ে পড়েছে।

 

এদিকে প্লাবিত হওয়া ক্যাম্পগুলো হলো কুতুপালং ক্যাম্প-৫, বালুখালী ১ নং ক্যাম্প, টেকনাফের ২৬ নং ক্যাম্প, জামতলী ক্যাম্প, হাকিমপাড়া, ২৪ নং ক্যাম্প, ২৭ নং ক্যাম্প ও মধুছড়া ক্যাম্পের লক্ষাধিক রোহিঙ্গা বসতি পানিতে তলীয়ে গেছে।

 

বালুখালী  ১০ ক্যাম্পের  মাঝি ছরুত আলম  বলেন, ভোর থেকে বৃষ্টি হচ্ছে। এ কারণে ক্যাম্পের বিভিন্ন ব্লকের রোহিঙ্গারা পানিবন্দি হয়ে পড়েছে। পাহাড়ি ঢলের কারণে পানি বাড়ছে।

 

যাযাদি/ এস