শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নলডাঙ্গা উপজেলা ৫০ শয্যা হাসপাতাল উদ্বোধন

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
  ২৭ জুলাই ২০২১, ১৭:৫৩

নাটোরের নলডাঙ্গা উপজেলা ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা সেবা চালু করা হয়েছে।মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা এ হাসপাতালের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নাটের-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।এই উদ্বোধনের মাধ্যমে উপজেলার ৩ লাখ মানুষের অপেক্ষার অবসান ঘটিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত হল।নলডাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তব্য দেন,নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন,নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি,নাটোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম,নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর,নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনি প্রমুখ ।

নাটোর সদর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুব হোসেন জানান,একটি হাসপাতাল পুরোপুরি চালু করতে অনেক জনবল প্রয়োজন হয়।এই মহুর্তে পযাপ্ত জনবল না পাওয়ায় শুধু পাঁচজন ডাক্তার কয়েকজন নার্স দিয়ে বহিঃবিভাগ চালু করা হয়েছে।সেখানে প্রাথমিক সব রোগের চিকিৎসাসহ করোনা টিকা দেওয়ার ব্যবস্থা থাকবে।

নির্মাণ কাজ দুই মাস আগে শেষ হওয়ার পরও হাসপাতালটির উদ্বোধন জটিলতায় চালু না হওয়ায় চিকিৎসা সেবা পচ্ছিলেন না উপজেলার ৩ লাখ মানুষ।ফলে চিকিৎসা সেবা পেতে নাটোর সদর ও রাজশাহীতে চিকিৎসা নিতে দুর্ভোগে পরেছিলেন এলাকার মানুষ।

২০১৮ সালের ১৫ সেপ্টম্বর ২৬ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে হাসপাতালটির নির্মাণ কাজ শুরু করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।আর নির্মাণ কাজ শেষ হয় এ বছরের মে মাসে।চলতি বছরের ২৫ মে মাসে ৫০ শয্যা এ হাসপাতালটির ভবন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন ঠিকাদারী প্রতিষ্ঠান।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে