শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধর্মপাশায় ৪ ব্যবসায়ীকে ২৩০০ টাকা জরিমানা

ধর্সপাশায় (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ২৭ জুলাই ২০২১, ১৮:২৫

সুনামগঞ্জের ধর্মপাশায় করোনাকালীন লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ব্যবসায়ীর কাছ থেকে ২ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার মধ্যনগরও গাছতলা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম।

এসময় ওই বাজারে লকডাউনের বিধি নিষেধ অমান্য করার দায়ে ৪ ব্যবসায়ীর নামে ৪টি মামলাসহ তাদের কাছ থেকে ২ হাজার, ৩ শত টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায়

সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে উপজেলা সদরসহ আশপাশের বিভিন্ন হাট-বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে