নকলায় একদিনে ভ্রাম্যমাণ আদালতের সর্বোচ্চ মামলা

প্রকাশ | ২৮ জুলাই ২০২১, ১১:২৭

নকলা (শেরপুর) প্রতিনিধি

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনের পঞ্চম দিনে মঙ্গলবার (২৭ জুলাই) শেরপুরের নকলায় সকাল থেকে রাত পর্যন্ত আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। আর ওই পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৩৪টি মামলা করেছেন। যা ছিল একদিনে সর্বোচ্চ।

 

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ। ওই সময় আইন অমান্যকারী ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও গাড়ি চালককে বিভিন্ন অপরাধে ৩৪ মামলায় মোট ২৬হাজার ৯শ' টাকা জরিমানা করা হয়। স্বাস্থ্যবিধি মেনে চলুন, করোনা সংক্রমণ প্রতিরোধ করুন। এসময় সেনাবাহিনী ও পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

যাযাদি/ এমডি