বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপরে একদিনে করোনায় সর্বোচ্চ ২০৫ জন আক্রান্ত, মৃত্যু ১

লক্ষ্মীপুর প্রতিনিধি
  ২৮ জুলাই ২০২১, ১৪:৫১

লক্ষ্মীপুরে একদিনে করোনায় সর্বোচ্চ ২০৫ জন আক্রান্ত হয়েছে, মারা গেছে একজন। ২০২০ সালে এপ্রিল মাসে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্ত বলে জানায় লক্ষ্মীপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল গাফফার।

গত দশ দিনে লক্ষ্মীপুর জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ১০১৭ জন। গতকাল ও করোনা রোগী শনাক্ত ছিলো ১৬৯ জন।

লক্ষ্মীপুর জেলা এ পর্যন্ত ৫০৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। হাসাপাতালে করোনা রোগী ভর্তি আছে ২৯ জন।

করোনায় এ পর্যন্ত মারা গেছে ৭০ জন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৯৮ জন। হোম আাইসোলেটেড চিকিৎসাধীন ৮৫৯ জন। হাসপাতাল আইসোলেশনে ভর্তি ৯৮ জন।

সিভিল সার্জন ডাঃ আব্দুল গাফফার সবাইকে স্বাস্থ্যাবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। ৩০ বছরের উর্ধ্বে সবাইকে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন। লক্ষ্মীপুরে জেলায় অধিক হারে টীকা নেওয়ার জন্য আজ থেকে জেলা পরিষদ মিলনায়তনে ৮ টি বুথের মাধ্যমে টিকা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যাতে লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রতিদিন ২ হাজারের বেশি মানুষকে টিকা দেওয়া যায়। এ অবস্থা থেকে বাচারা জন্য ১৮ উর্ধ্বে সকলকে টিকার আওতায় আনা দরকার।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে