শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের অর্থ সহায়তা

স্টাফ রিপোর্টার নীলফামারী
  ২৮ জুলাই ২০২১, ১৬:৪৪

নীলফামারীর সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের কামারপাড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারকে মঙ্গলবার বিকেলে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ দশ হাজার টাকা ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তছির উদ্দিন ও হাছিনুর রহমানের হাতে পাচঁ হাজার টাকা করে দশ হাজার টাকা এবং খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মানিক, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকারিয়া আলম রাজা, সাধারণ সম্পাদক পারভেজ কনক, স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম আহবায়ক লায়ন সরকার, বিশিষ্ঠ সমাজ সেবক দলিল উদ্দিন প্রামানিক।

উল্লেখ্য গত ২২ জুলাই এক অগ্নিকান্ডে দুইটি পরিবার ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর ও উপজেলা নিবার্হী কর্মকর্তা জেসমিন নাহার ত্রাণ সহায়তা প্রদান করেছিল।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে