নাচোলে লকডাউনে সোনাইচন্ডী পশুর হাট বন্ধ

প্রকাশ | ২৮ জুলাই ২০২১, ১৬:৪৪

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :

 

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে উপজেলার কসবা ইউনিয়নের সাপ্তাহিক বুধবার সোনাইচন্ডী জেলার ঐতিহ্যবাহী পশুর হাটটিকে বন্ধ রাখা হয়েছে ।

 

এ লক্ষ্যে  বুধবার ২৮জুলাই বেলা সাড়ে দশটার দিকে সরেজমিনে দেখা গেছে স্বাস্থ্যবিধি মেনে সরকারের নির্দেশনা মোতাবেক শুধুমাত্র সবজি বাজার সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাবেচা হচ্ছে এবং পশুর হাটটিকে বন্ধ রাখা হয়েছে।

 

এ ব্যাপারে কসবা ইউপি চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমান জানান, সরকারের তৃতীয় দফায় কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে সামাজিক দূরত্ব বজায় রেখে শুধুমাত্র সবজি বাজার বসানো সম্ভব হয়েছে।

 

তিনি আরো জানান, এসব সম্ভব হয়েছে নাচোল উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার সাবিহা সুলতানা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম ,নাচোল থানা পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের  সহযোগিতায়।

 

যাযাদি/এসআই