শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডামুড্যায় বিয়ের মেহেদীর রং না শুকাইতেই বিষপান

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
  ২৯ জুলাই ২০২১, ১৫:১২

শরীয়তপুরের ডামুড্যায় বিয়ের মেহেদীর রং না শুকাতেই বিষপানে এক তরুণী মৃত্যু হয়েছে। মৃত্যু ওই তরুণীর চলতি মাসের তিন দিন আগে ২৬ জুলাই বিয়ে হয়েছিল।

বিয়ের মেহেদীর রং হাতে থাকাবস্থায়ই বৃহস্পতিবার (২৯ জুলাই) সে নিজ বাড়ির ছাদে বিষপান করেন। পরে বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে ডামুড্যা উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের চরপাতালিয়া গ্রামের আবু কালাম সরদারের মেয়ে লামিয়া (১৮) চলতি মাসের ২৬ জুলাই সোমবার একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোল্লা কান্দি গ্রামের মৃত্যু নুর মোহাম্মাদ বেপারীর দুবাই প্রবাসী জহিরুল ইসলাম (২৮) নামে যুবকের সাথে বিয়ে হয়েছিলো।

বৃহষ্পতিবার (২৬ জুলাই) সকালে বিষ খায়। পরে পরিবারের লোক জন মেয়েকে খুজাখুজি করে। ছাদে লামিয়াকে পড়ে থাকতে দেখে। পরিবারের লোকজন তাকে ডামুড্যা হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ মানসী সাহা তুলি তাকে মৃত্যু ঘোষণা করেন।

নতুন বিয়ের পরে কেন সে বিষপান করে মৃত্যু বরণ করলো তা কেউই বলতে পারছেন না।

ডামুড্যা থানার ওসি শরীফ আহম্মেদ জানান, মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। লাশ ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে