​ চট্টগ্রাম বিভাগে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

প্রকাশ | ২৯ জুলাই ২০২১, ১৮:২৫

চট্টগ্রাম অফিস

 

 

চট্টগ্রাম বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তে মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে শনাক্ত। তবে চট্টগ্রাম জেলায় শনাক্ত এবং মৃত্যু দুটোই বেড়েছে। আর সবচেয়ে কম মৃত্যু ও শনাক্ত হয়েছে বান্দরবান পার্বত্যজেলায়।

 

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য দপ্তরে সচিব ডা. শাহাদাত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগে করোনা আক্রান্ত রোগী মারা গেছে ৩৫ জন। যা গতকাল বুধবার ছিল ৩৬ জন। এর আগের দিন ছিল ৬১ জন।

 

তবে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৩৮ জন। যা গত মঙ্গলবার ছিল ৩ হাজার ৪৮৭ জন। বুধবার শনাক্ত ছিল ৩ হাজার ৩০৩ জন। তবে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত বেড়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৩১৫ জন। আর মৃত্যু হয়েছে ১৭ জনের।

 

এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা শনাক্ত হয়েছে ৭৯ হাজার ৭৫১ জন। আর মৃত্যু দাড়িয়েছে ৯৪৯ জনে। সবচেয়ে কম শনাক্ত হয়েছে পার্বত্যজেলা বান্দরবানে। তা হলো ৩২ জন। আর মৃত্যু ২ জনের। এ নিয়ে চট্টগ্রাম বিভাগে করোনা শনাক্ত দাড়ালো ১ লাখ ১৮ হাজার ৬১০ জনে। মৃত্যু দাড়ালো ২ হাজার ৫৫৭ জনে।

 

যাযাদি/ এস