​নাচোলে বিধিনিষেধের ৭ম দিনে ২৩ মামলা

প্রকাশ | ২৯ জুলাই ২০২১, ১৯:১৬

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

 

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সরকার ঘোষিত তৃতীয় দফায় ১৪ দিনের কঠোর লকডাউন বাস্তবায়ন করতে করোনার সংক্রমণ রোধে বিধি-নিষেধের ৭ম দিনে সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মানায় ২৩ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ৪হাজার ৫শ' টাকা জরিমানা আদায় করেছেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম ।

 

এ লক্ষ্যে বৃহস্পতিবার ২৯ জুলাই নাচোল বাসস্ট্যান্ড, আধুনিক মার্কেটসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে নাচোল থানার পুলিশ সহ সেনাবাহিনীর সহযোগিতায় সাধারণ মানুষকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে অভিযান পরিচালনা করেন। তবে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ২৩ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ৪ হাজার ৫শ' টাকা জরিমানা আদায় করেন ।

 

যাযাদি/ এস