শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

​ঝিনাইগাতীতে ক্ষতিগ্রস্ত পল্লি উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ

গোলাম রব্বানী-টিটু, ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
  ২৯ জুলাই ২০২১, ১৯:৩৫

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় কোভিড-১৯ করোনাভাইরাসে প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ হতে উপজেলা পল্লি উন্নয়ন অফিস বিআরডিবির বাস্তবায়নে চারজন পল্লি উদ্যোক্তার মাঝে বৃহস্পতিবার ঋণের চেক বিতরণ করা হয়েছে। ‘এসেছে পল্লির শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ, ঋণ নিন অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখুন’ স্লোগান নিয়ে উপজেলার ফারুক মিয়া, মানিক মিয়া, শাহীনূর ইসলাম ও মনিরুজ্জামান ৪ উপকারভোগীকে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা ৪ পার্সেন্ট লাভে ৬ মাস গ্রেস পিরিয়ডসহ দুই বছর মেয়াদে এ ঋণ বিতরণ করা হয়। এ সময় তাদের হাতে চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, উপজেলা পল্লি উন্নয়ন অফিসার আব্দুল আউয়াল, সমবায় অফিসার সাইফুল ইসলাম, মাহবুর রহমান ও মিঠুন চন্দ্র দে প্রমুখ। উপকারভোগীরা চেক হাতে পেয়ে তিনজন মৎস্যচাষ ও একজন গাভি পালনে বিনিয়োগ করবেন বলে জানান।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে