​মোহনগঞ্জে ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতি কার্যক্রম বন্ধ

প্রকাশ | ২৯ জুলাই ২০২১, ২১:১০

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

 

 

মোহনগঞ্জে ভ্যাকসিন নিবন্ধন চাওয়াকে কেন্দ্র করে হাসপাতাল রোডের আব্দুছ ছালামের ছেলে জুয়েল মিয়া ভ্যাকসিন প্রদান কাজের স্বেচ্ছাসেবক   মো. কপিলের সঙ্গে  কথাকাটাকাটি হয়ে হাতাহাতি হয়।  এতে ভ্যাকসিন দেওয়া বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

 

এ সময় শতশত ভ্যাকসিন নিবন্ধনকারী হাসপাতাল থেকে ভ্যাকসিন না  পেয়ে বিড়ম্বনার শিকার হয়ে ফিরে যান। স্বেচ্ছাসেবকরা জুয়েলের গ্রেপ্তারের দাবি জানিয়ে ভ্যাকসিন প্রদান কার্যক্রম বন্ধ রেখে চলে যান। এ ব্যাপারে মোহনগঞ্জ হাসপাতালের টিএইচও নূর মোহাম্মদ শামছুল আলম জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় হাসপাতালে ভ্যাকসিন কার্যক্রম চলাকালীন জুয়েল তার এক আত্মীয়র জন্য ভ্যাকসিন নিতে আসে। এ সময় স্বেচ্ছাসেবক কপিল নিবন্ধন মেসেজ চাইলে তার মোবাইল  কপিলের  ওপরে ছুড়ে মারে। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে জুয়েল উত্তেজিত হয়ে হাসপাতালের ভ্যাকসিন কার্যক্রমে কর্মরত স্বেচ্ছাসেবকদের উপর চড়াও হয়। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এলে জুয়েল পালিয়ে যায়। মোহনগঞ্জ থানায় এ ব্যাপারে জুয়েলসহ ৫ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

 

যাযাদি/ এস