বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

​বরুড়ায় আলো পাঠাগারের উদ্যোগে অক্সিজেন কনসেন্টটর

মোহাম্মদ মাসুদ মজুমদার বরুড়া প্রতিনিধি
  ২৯ জুলাই ২০২১, ২১:১১

কুমিল্লার বরুড়ায় কেমতলী আলো পাঠাগার ও সমাজ কল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা কেমতলী গ্রামের আলোকিত মানুষ এ কে এইচ গ্রুপের পরিচালক মো: আনিসুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জন্য একটি অক্সিজেন কনসেন্টটর প্রদান করেন।

২৯ জূলাই বৃহস্পতিবার সন্ধ্যায় আলো পাঠাগারের সদস্যরা মোঃ আনিসুর রহমান এর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুল ইসলামের হাতে অক্সিজেন কনসেন্টটর তুলে দেন।

বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) মোহাম্মদ আনিসুল ইসলাম দৈনিক যায়যায়দিন কে বলেন বরুড়া উপজেলার দাফন-কাফন কাজে নিয়োজিতদের জন্য পিপিএ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি অক্সিজেন কনসেন্টটর সরবরাহ করেছেন তার জন্য উপজেলা নির্বাহি অফিসার হিসেবে মোঃ আনিসুর রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

অক্সিজেন কনসেন্টটর এর মাধ্যমে সরাসরি বাতাস থেকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীকে সার্বক্ষণিক অক্সিজেন দেওয়া যাবে ।এখন আর বারবার সিলিন্ডার রিফিল করার প্রয়োজন নেই।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে