​পাইকগাছায় সোলাদানা ইউপি চেয়ারম্যান এনামুল নিজ ইউনিয়নের পাশাপাশি পার্শবর্তী ইউনিয়ের পাশে দাঁড়িয়েছেন

প্রকাশ | ২৯ জুলাই ২০২১, ২১:১৭

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি

 

 পাইকগাছার সোলাদানা ইউনিয়ন চেয়ারম্যান এস এম এনামুল হক আবারও জনসেবাই নিজেকে বিলিয়ে দিচ্ছেন। তিনি পূর্বের ন্যায় নিজ ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নে ও জন সেবার কাজে নিজেকে নিয়োগ করেছেন।

 

বুধবার বিকালে তিনি পার্শ^বর্তী লস্কর ইউনিয়নের লস্কর গ্রামের মৃত্য মোমিন উদ্দীন সানার পুত্র ও নুর ইসলাম গোল্দারের জামাতা করোনা আক্রান্ত অসুস্থ শহিদুল ইসলাম সানাকে দেখতে যান। এ সময় তিনি ১০ কেজি চাউল,  ১ কেজি ডাউল, তৈল, লবন,চিনি,চিড়া,আলু,কলা,নুডুস, পেয়াজ, শাক,সহ বিভিন্ন খাদ্য সামগ্রী সহ আর্থিক সহায়তা প্রদান করেন। উল্লেখ্য  স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এর পোস্টার টানানোকে কেন্দ্র করে দু প্রার্থীর মধ্যে সৃষ্ট ঘটনায় চেয়ারম্যান এস এম এনামুল হক আহত হয়ে দীর্ঘ দিন চিকিৎসাধীন ছিলেন।

 

সামান্য সুস্থ হয়ে এবং সৃষ্ট ঘটনায়  রবিউল ইসলামের দায়ের করা মামলায় জামিন পেয়েই পূর্বের ন্যায় জনসেবার কাজে নেমে পড়েছেন। তিনি যাতে মৃত্যুর আগ পর্যন্ত এ ভাবে  নিজ ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নের মানুষের পাশে দাড়াতে পারেন তার জন্য সকলেরকাছে দোয়া চেয়েছেন।

 

যাযাদি/এস