শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

​ ফেনীর অধিকাংশ সড়কে জলাবদ্ধতা

ফেনী প্রতিনিধি
  ৩০ জুলাই ২০২১, ১১:৫২

টানা বর্ষণে ফেনী শহরের সড়কগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। শহরের আবু বকর সড়ক, নাজির রোড়,শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক,মিজান পাড়া, শান্তি কোম্পানি রোড়, খাজুরিয়া, আনোয়ার উল্যাহ সড়ক,হাসমত আলী সড়ক এবং একাডেমী সড়কের অবস্হা ভয়াবহ।

শহরের পুরাতন পুলিশ কোয়ার্টারে রাস্তার পানিতে ভ্রাম্যমান ফল বিক্রেতার কাঁঠাল ভেসে যেতে দেখা গেছে। এদিকে পাঠান বাড়ি সংলগ্ন মনির উদ্দিন দারোগা বাড়ি সড়কে উৎসুক কিছু লোকজনকে দেখা গেছে জাল ফেলে মাছ ধরতে।

পৌর এলাকার বেশ কিছু বাসা বাড়ির আঙ্গিনায় হাঁটু জল জমে গেছে। সংকট নিরসনে বসে নেই ফেনী পৌর সভাও। পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা টানা বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা নিরসনে নিরলস কাজ করে যাচ্ছে বিভিন্ন সড়কে।

পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি জানান,ময়লা আবর্জনায় পলিথিন ব্যাগ, ফেলে ড্রেনে পানি চলাচলে বাঁধা হয়ে এ অচলাবস্থার সৃষ্টি হচ্ছে। লোকজন কাজ করছে, দ্রুত পানি নেমে যাবে।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে