শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

​ বোয়ালমারীতে ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
  ৩০ জুলাই ২০২১, ১১:৫৫

ফরিদপুরের বোয়ালমারী পৌর বাজারে লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে বৃহস্পতিবার (২৯ জুলাই) তিন পথচারী এবং ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।

আদালত সূত্রে জানা যায়, সরকারি নিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করে দোকান খোলা রাখায় ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার ৫শ ও মাস্ক ছাড়া বাজারে বের হওয়ায় ৩ পথচারীকে ৫শ টাকা জরিমানা করা হয়। ২০১৮ সালের ২৪ এর ২ ধারায় রোগ সংক্রমক প্রতিরোধ আইনে এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, সরকার ঘোষিত লকডাউন ও স্বাস্থ্যবিধি না মেনে দোকান খুলে বেচাকেনা করায় ১০ ব্যবসায়ী এবং মাস্ক ছাড়া বাজারে বের হওয়ায় ৩ পথচারীকে জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে