​ পাইকগাছায় অপ্রাপ্ত মেয়েকে বিয়ে, অভিভাবকদের জরিমানা

প্রকাশ | ৩০ জুলাই ২০২১, ১২:০৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

 

খুলনার পাইকগাছায় বয়স জালিয়াতি করে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে পুরোহিতসহ ছেলে ও মেয়ের পিতাকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। বুধবার রাতে উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে এ আদালতে জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভুমি) মো. শাহরিয়ার হক।

 

জানা যায়, উপজেলার হিতামপুর গ্রামের  বাসুদেব বিশ্বাস তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে পার্শ্ববর্তী হরিঢালীর নারদ বিশ্বাসের ছেলে সাথে বুধবার সন্ধ্যায় বিয়ে দেন। সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে আনুষ্ঠানিকভাবে বিয়ে দেয়ার অপরাধে পুরোহিত, ছেলে-মেয়ের অবিভাবককে ৪ হাজার টাকা জরিমানা করেন।

 

উপজেলা নির্বাহী অফিসার খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, ছেলে মেয়ের পিতা ও পুরোহিতকে  বিয়ের অনুষ্ঠান থেকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করেন।

 

যাযাদি/এসএইচ