সরাইলে ৯টি সরকারি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশ | ৩০ জুলাই ২০২১, ১৯:২৫

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল-দুবাজাইল সড়কের পাশের সরকারি জায়গায় থাকা বিভিন্ন প্রজাতির ৯টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গভীর রাতে গাছগুলো কেটে নেয়ায় কারো চোখে পড়েনি।

 

গত বুধবার বিকেলে ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারি ভূমি কর্মকর্তা আবুল খায়ের কাটা গাছগুলোর অংশ বিশেষ উদ্ধার করে অফিসে নিয়ে যান।

 

স্থানীয়রা জানান, উপজেলার অরুয়াইল-দুবাজাইল সড়কের সীমানা ব্রিজ সংলগ্ন সড়কের পাশে থাকা ৯টি গাছ গত ৩/৪ দিন ধরে গভীর রাতে কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।

 

ইউনিয়ন উপসহকারি ভূমি কর্মকর্তা আবুল খায়ের বলেন, খবর পেয়ে বুধবার দুপুরে সেখান থেকে কাটা গাছের ডালপালা উদ্ধার করেছি। চোর চিহ্নিত করতে পারলে মামলা করব।

 

এ ব্যাপারে অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি জায়গার গাছ কাটা অপরাধ। কারা গাছ কেটেছে জানি না।

 

এ ব্যাপারে সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারহানা নাসরিনের  সাথে তার অফিসিয়াল মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

 

যাযাদি/ এমডি