বরুড়ায় খাবারে বিষ মিশিয়ে জামাইকে হত্যার অভিযোগ

প্রকাশ | ৩০ জুলাই ২০২১, ২১:২৩

বরুড়া প্রতিনিধি

কুমিল্লার বরুড়ায় শশুড় বাড়িতে খাবারের সাথে বিষ মিশিয়ে রাকিব হোসেন নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।  

 

জানা যায়, বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের ভাউকসার গ্রামের আব্দুল মালেকের বাড়িতে তার মেয়ে সানজিদা আক্তারের স্বামী মো: রাকিব হোসেন বেড়াতে যায় ২৯ জুলাই আনুমানিক বিকাল সাড়ে তিনটার দিকে। বিকাল ৫ টা ৫০ মিনিটের সময় মেয়ের মা (নাম অজ্ঞাত) রাকিবের বাবা আব্দুল খালেকের কাছে ফোন করে জানান রাকিব ছটপট করছে, এর কিছুক্ষণ পরে মেয়ের ভাই হাসান সহ কয়েকজন মিলে রাকিবকে তার বাড়ির সামনে মুমূর্ষু অবস্থায় ফেলে দিয়ে যায়। রাকিব এর আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে রাকিব বলে আমাকে বাঁচান  আমার শশুর বাড়ির লোকজন আমাকে খাবারের সাথে কি খাইয়েছে আমার বুক ফেটে যাচ্ছে। সাথে-সাথে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। রাত সাড়ে ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় রাকিবের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে  শশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।

 

আজ শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

এ বিষয়ে বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান, নিহতের বাবা আব্দুল খালেক বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। ময়না তদন্ত রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

যাযাদি/ এমডি