শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

​শ্রীপুরে মৌমাছির কামড়ে আদিবাসীর মৃত্যু!

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  ৩১ জুলাই ২০২১, ০৯:৫১
আপডেট  : ৩১ জুলাই ২০২১, ১৪:৫৭

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ গ্রামে মৌমাছির কামড়ে গোপাল চন্দ্র কোচ নামে এক আদিবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে। নিহত গোপাল চন্দ্র কোচ (৫২) ওই গ্রামের মৃত জ্ঞানেন্দ্র কোচের ছেলে। তিনি আদিবাসী সম্প্রদায়ের উপজেলার সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের দিকে মাছ ধরার কাজে ব্যবহার করতে পোকার খুঁজে বাড়ির পাশের হারুন উর রশিদের জঙ্গলে যান গোপাল। সেখানে গাছের পাতা নাড়া দিতেই পাশের গাছে থাকা একঝাঁক মৌমাছি গোপালকে কামড়াতে শুরু করে। পরে দৌড়ে বাড়ি এসে অজ্ঞান হয়ে যান তিনি । এসময় আশপাশের লোকজনের সহায়তায় তার স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মইনুল আতিক বলেন, গোপাল চন্দ্রের শরীরে বিভিন্ন স্থানে একাধিক মৌমাছির কামড় নিয়ে তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন লোকজন। তার শরীরের বিভিন্ন স্থানে মৌমাছির হুলও ছিল। শ্রীপুর থানার কর্তব্যরত অফিসার উপপরিদর্শক (এসআই) রিপন আলী খান যায়যায়দিনকে বলেন, এ বিষয়ে থানায় কেউ অবগত করেননি। খোঁজ নিয়ে জানাতে পারবো।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে